Saturday, October 20, 2018

রোয়াংছড়িতে একতা ক্রেডিট ইউনিয়নের ৪র্থ বার্ষিক সাধারণ সভা- থোয়াইনুমং মারমা


হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি (বান্দরবান) :
রোয়াংছড়ি উপজেলা ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নে একতা ক্রেডিট ইউনিয়ন সমিতির আয়োজনে ৪র্থ বার্ষিক সাধারণ সভা উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ অক্টোবর) সকাল ১০টা "আমাদের ক্রেডিট, আমাদের গর্ব অর্থনৈতিক ও সামাজিক ভাবে হবে সমৃদ্ধ" এ শ্লোগানকে সামনে রেখে উপজেলার চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মিলনায়তনে এসে শেষ হয়।
ধীরেন ত্রিপুরার সঞ্চালনায় একতা ক্রেডিট ইউনিয়ন সমিতির সভাপতি থোয়াইনুমং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, রোয়াংছড়ি ইউপি সাবেক চেয়ারম্যান অংশৈমং মারমা, বেসরকারি সংস্থা করিতাসের কর্মসূচীর কর্মকর্তা রেমন আসাম, স্টিফেন ত্রিপুরা, কোষাধ্যক্ষ সাচিং মারমা, উপজেলা ম্যানেজার যোসেফ প্রীতি কান্তি ত্রিপুরা প্রমুখ।
এসময় সভায় সমিতির সাধারণ সম্পাদক সাংনোয়াম বম সঞ্চালনা ২০১৭-১৮ অর্থ বছরের ১৯ লক্ষাধিক টাকা ঋণ বিতরণ সংক্রান্তে আয় এবং ব্যয়ের হিসাবগুলো মাল্টিমিডিয়া মধ্যে দিয়ে উপস্থাপন করেন।
সমিতির সভাপতি থোয়াইনুমং মারমা বলেন আগামী ২০১৮-১৯ অর্থ বছরে পুনরায় ঋণ বিতরণে কার্যক্রম শুরু করা হচ্ছে।
সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা বলেন সরকারি পাশাপাশি নিজেদের উদ্যোগে সমিতির ঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে আর্থিক স্বচ্ছল হওয়া একান্ত প্রয়োজন। আগামীতে আরো উদ্যোগী হয়ে সার্বিক সহায়তা প্রদানে আহ্বান জানান।

No comments:

Post a Comment