Tuesday, December 18, 2018

বরিশাল-২ আসনের বানারীপাড়ায় বিএনপি ক্যাডারদের তাণ্ডব চরমে, আ’লীগ কর্মী আহত

নিউজ ডেস্ক: বরিশাল-২ আসনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার উদ্দেশ্যে তৎপরতা শুরু করেছে বিএনপি ক্যাডার বাহিনী। আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা করে, কার্যালয় ভেঙ্গে বিএনপি ভোটের মাঠে নিজেদের শক্তি প্রদর্শন করতে চেষ্টা করছে। এর অংশ হিসেবে বিএনপি প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর লোকজন নৌকার প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলমের মিছিলে অতর্কিত হামলা চালিয়ে তিন কর্মীকে মারাত্মকভাবে আহত করেছেন। বিএনপি ক্যাডারদের এমন তাণ্ডবে বানারীপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১৭ ডিসেম্বর (শনিবার) বিকেলে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ছোট মসজিদবাড়ি গ্রামে বিএনপি ক্যাডারদের হামলায় আওয়ামী লীগের তিন কর্মীকে বেদম মারধর করে বিএনপির কর্মীরা। হামলায় আওয়ামী লীগ কর্মী মো. ফারুক (৬০), হারুন (৩০) ও লিটন (৩০) গুরুতর আহত হন।
বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত আওয়ামী লীগ কর্মী মো. ফারুক (৬০) জানান, শনিবার বিকেলে সৈয়দকাঠি ইউনিয়নের সুইচগেট এলাকায় আওয়ামী লীগের উঠান বৈঠকে মিছিল নিয়ে যাওয়ার পথে একই ইউনিয়নের ছোট মসজিদবাড়ি গ্রামের বিএনপি ক্যাডার ইলিয়াস ও কালামের নেতৃত্বে ৫০/৬০ জন বিএনপির ক্যাডাররা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে মিছিল ছত্রভঙ্গ হয়ে পড়লে আওয়ামী লীগের ওই তিন কর্মী মাটিতে পড়ে গেলে কুপিয়ে তাদের মারাত্মকভাবে জখম করা হয়।
এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী মো. কামাল হোসেন বলেন, সৈয়দকাঠি ইউনিয়নের সুইচগেট এলাকায় আওয়ামী লীগের উঠান বৈঠকে যাওয়ার জন্য দলের কর্মীরা শান্তিপূর্ণভাবে একটি মিছিল নিয়ে যাচ্ছিলো। হঠাৎ দা, ছুরি নিয়ে বিএনপির কর্মীরা তাদের ওপর আক্রমণ করে। হামলাকারীরা বিএনপি প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর কর্মী।
এমন পরিস্থিতিতে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বলছে, গত ১০ বছর ধরে শান্তির সুবাতাস বয়ে চলা উজিরপুর-বানারীপাড়ায় নির্বাচনী সহিংসতা শুরু হওয়ার মধ্য দিয়ে অশান্ত হয়ে উঠছে বরিশাল। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চায় এ অঞ্চলের বাসিন্দারা।

No comments:

Post a Comment