Wednesday, December 12, 2018

বরিশালে ভরাডুবির আশঙ্কা বিএনপিতে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। ঐক্যফ্রন্ট ও প্রধান শরিক দল বিএনপির মধ্যে চলছে আসন নিয়ে চলছে শেষ মুহূর্তের দর কষাকষির। গত ৭ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০৬ টি আসনের চূড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশ করলেও মনোনয়ন বাণিজ্যের রেশ ধরে চূড়ান্ত প্রার্থী তালিকাতেও পরিবর্তন আনছে দলটি। গুলশান কার্যালয়ে মনোনয়ন বঞ্চিত নেতা কর্মীদের হামলা, কর্মীদের অসন্তোষ, কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিবাদ, অনৈক্যতা সব মিলিয়ে নাজুক পরিস্থিতির মধ্যেও এ পর্যন্ত জামায়াত বাদে ২০ দলীয় জোটের শরিক দলগুলোকে ১৭টি আসন ছেড়েছে বিএনপি।
এর মধ্যে বরিশাল বিভাগে জামায়াত ২৫ টি আসন চাইলেও ছয়টি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে জামায়াত। পিরোজপুর-১ আসনে মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম সাঈদীসহ পটুয়াখালী-২, ঝালকাঠি-২, ঝালকাঠি-২, বরিশাল-৪ আসনগুলোতে জামায়াত পাচ্ছে বলে নিশ্চিত করেছে দলের একাধিক কর্মীরা।
এদিকে দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে জামায়াতকে প্রাধান্য দেয়ায় বরিশাল বিএনপির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন দলের নেতারা। কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে জামায়াতবিরোধী বিএনপির কর্মীদের অবস্থান চলাকালে জামায়াতকে অধিক প্রাধান্য দেয়ায় বিপাকে পড়েছে দলের নেতৃবৃন্দ ।
বিএনপির একাধিক নেতারা মনে করছেন এই বিভাগে জামায়াতকে অধিক প্রাধান্য দেয়ায় ভোটে ভরাডুবি হতে পারে আবারও ।  শনিবার বিএনপির গুলশান অফিসেও হামলা চালিয়েছে দলের ত্যাগী কর্মীরা । এরই মধ্যে ঝিনাইদহ-৩ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক কন্ঠশিল্পী মনির হোসেন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

No comments:

Post a Comment