Saturday, November 24, 2018

ঐক্যফ্রন্ট চালাচ্ছে কে? তারেক রহমান না ড. কামাল হোসেন!

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ড. কামাল হোসেনের নেতৃত্বে গড়ে ওঠা সরকার বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের মূল নেতৃত্ব নিয়ে দেখা দিয়েছে মতানৈক্য। জ্বালাও-পোড়াও রাজনীতি করে জনসমর্থন হারানো বিএনপি গণফোরাম নেতা ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ছায়াতলে আশ্রয় নিয়ে রাজনীতিতে ফিরেছে কোনরকম। দুর্নীতির দায়ে দণ্ডিত বিপদের দিনে বিএনপির পাশে দাঁড়িয়ে ঐক্যফ্রন্ট রাজনৈতিক মহানুভবতার পরিচয় দিলেও কিছুটা সুদিন ফিরে আসার আভাস পেয়ে তারেক রহমান লন্ডনে বসে ঐক্যফ্রন্ট দখল করার চেষ্টা করছেন বলে গুঞ্জন উঠেছে।
সূত্রের খবরে জানা যায়, ড. কামাল ও বন্ধু রাষ্ট্রগুলোর শত অনুরোধ উপেক্ষা করে তারেক রহমান আদালতের নিষেধ অমান্য করে ঐক্যফ্রন্টের রাজনীতিতে মাথা ঘামিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। নির্বাচনের শেষ মুহূর্তে এসে তারেক রহমানের বাড়াবাড়িতে ঐক্যফ্রন্টের মধ্যেও ফাটল ধরেছে বলে জোর আলোচনা চলছে। ঐক্যফ্রন্টের নেতাদের মুখে মুখে রটেছে তাহলে কী লন্ডন থেকে বসে ঐক্যফ্রন্টকে নিয়ন্ত্রণ করছেন তারেক রহমান! ঐক্যফ্রন্টের ড্রাইভিং সিটে কে? তারেক রহমান না ড. কামাল হোসেন! ড. কামালের এতদিনের পরিশ্রম তাহলে কী পণ্ড হতে চলেছে? এমন সব প্রশ্ন এখন রটেছে ঐক্যফ্রন্ট নেতাদের মুখে মুখে।

No comments:

Post a Comment