Friday, November 16, 2018

পুলিশের গাড়িতে আগুন দেয়া যুবক শনাক্ত

নিউজ ডেস্ক: ১৪ নভেম্বর বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়িতে দেয়াশলাই দিয়ে যে যুবককে আগুন দিতে দেখা যায়, তাকে শনাক্ত করে পুলিশ। পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মিশু বিশ্বাস আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে দৈনিক ‘প্রথম আলো’র কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে একই সময় পুলিশের গাড়ির ওপর যে যুবককে লাফাতে দেখা গেছে, তাকেও শনাক্ত করা হয়েছে বলে সহকারী কমিশনার মিশু বিশ্বাস বলেন, এই যুবকও ছাত্রদলের কর্মী।
মিশু বিশ্বাস বলেন, সংঘর্ষের ঘটনায় গতকাল রাত পর্যন্ত ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পুলিশের গাড়িতে আগুন জ্বালাতে দেখা যুবক ও গাড়ির ওপর লাফাতে থাকা যুবক নেই বলে জানান মিশু বিশ্বাস।
আগুন সন্ত্রাসে ‘ছাত্রলীগ’কে দায়ী করা হলেও ‘ছাত্রদল’ এর নাম প্রকাশ হওয়ায় গুলশান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ শিকদার কচি বলেন, এই হামালার দায় থেকে সরতে চেয়েও ব্যর্থ হলো বিএনপি। আগুন সন্ত্রাস যে তাদের কর্মীরাই করেছে তা প্রমাণ হয়ে গেলো। এই আগুন সন্ত্রাসের কারণে তাদের বয়কট করা উচিৎ।

No comments:

Post a Comment