Wednesday, November 28, 2018

বিএনপি-জামায়াত শাসনামল (ডিসেম্বর ২০০২): সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বী নির্যাতনের চিত্র- ১৩

নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের উপর নির্যাতনের চিত্র বর্ণনাতীত। যতবার তারা রাষ্ট্রক্ষমতায় এসেছে ততবারই বাংলাদেশের সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের উপর চালিয়েছে সুপরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা বিএনপি-জামায়াত সরকারের মদদে ‘সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের’নিপীড়িত হবার ঘটনাগুলো আজ ত্রয়োদশ পর্বে তুলে ধরা হলো। এ পর্বে উল্লেখ করা হলো ২০০২ সালের ডিসেম্বর মাসে বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডার বাহিনী কর্তৃক সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের উপর নির্যাতনের উল্লেখযোগ্য কিছু চিত্র। তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হলো সে সময়ের জাতীয় দৈনিক পত্রিকাসমূহ।
২ ডিসেম্বর ২০০২, দৈনিক সংবাদ: পূর্বধলায় সংখ্যালঘুর বাড়িতে ছাত্রদলের সন্ত্রাসীদের হামলা
১০ ডিসেম্বর ২০০২, দৈনিক সংবাদ: জলঢাকায় জামায়াত সমর্থক ও থানা পুলিশের কাণ্ড! জমি দখলের জন্য সংখ্যালঘুকে নির্যাতন ও মিথ্যা মামলায় জেল হাজতে প্রেরণ
১৩ ডিসেম্বর ২০০২, দৈনিক সংবাদ: বালাগঞ্জে ৪টি মূর্তি ভাঙচুর
১৭  ডিসেম্বর ২০০২, দৈনিক জনকণ্ঠ: খুলনায় এক সংখ্যালঘু পরিবারের জমি দখল, থানা মামলা নেয়নি
১৮ ডিসেম্বর ২০০২, দৈনিক সংবাদ: লালমোহনে ৫টি সংখ্যালঘু পরিবারের ৯ একর জমির ধান লুট: থানায় মামলা
২৩ ডিসেম্বর ২০০২, দৈনিক জনকণ্ঠ: মূল হোতা সরকার ক্যাডার বাহিনী: বুদ্ধমূর্তি লুটে বাধা পেয়ে বৌদ্ধ ভিক্ষুকে জবাই
২৬ ডিসেম্বর ২০০২, দৈনিক জনকণ্ঠ: সন্ত্রাসীদের কোপে বাগেরহাট এনজিও কর্মকর্তা জখম, মোড়েলগঞ্জে চাঁদাবাজদের হাতে ২জন প্রহৃত
২৭ ডিসেম্বর ২০০২, দৈনিক জনকণ্ঠ: চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসীদের ভয়ে নাচোলের ২শ আদিবাসীর সেনা ক্যাম্পের সামনে অবস্থান গ্রহণ
২৮ ডিসেম্বর ২০০২, দৈনিক আজকের কাগজ: নবাবগঞ্জে কালিমূর্তি ভাঙচুর
৩০ ডিসেম্বর ২০০২, দৈনিক ভোরের কাগজ: জবরদখল করা শহীদ জ্যোতির্ময় গুহঠাকুরতার পৈত্রিক ভিটায় ঘর তুলেছেন বিএনপি নেতা

No comments:

Post a Comment