Wednesday, September 12, 2018

যুবদল কর্মীদের হাতে অপদস্থ রিজভী

এতিমের টাকা আত্মসাৎ করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত কর্তৃক দণ্ডিত হয়ে গত ৭ মাস ধরে কারাবন্দী আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে ধীরে ধীরে দুর্বল হতে থাকে বিএনপির দলীয় সাংগঠনিক ভিত্তি। খালেদার মুক্তি ছাড়া বিএনপির নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। আর তাই খালেদা জিয়াকে মুক্ত করতে মরিয়া বিএনপি, সক্রিয় কোনো আন্দোলন গড়ে তুলতে পারছেনা বিএনপি।
দলীয় কার্যক্রমের অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন করেছে। এদিকে মানববন্ধনকে ঘিরে প্রেস ক্লাব এলাকায় বেড়ে গেছে বিড়ি সিগারেট বিক্রি। মানববন্ধনে আসা বিএনপি নেতাকর্মীরা নেতাদের ভাষণ শোনা বাদ দিয়ে ধূমপানে ব্যস্ত ছিলেন। এদিকে অতিরিক্ত ধূমপানের ফলে প্রেসক্লাব এলাকায় অনেকেরই শ্বাসকষ্ট হচ্ছিলো বলে জানা গেছে। বিএনপির কর্মীরা তাদের সিনিয়র নেতাদের সামনেই ধূমপান শুরু করলে অনেক নেতাই বিব্রত বোধ করেন। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়- ঢাকা উত্তর যুবদলের কয়েকজন কর্মী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীর সামনে ধূমপান শুরু করলে, তিনি তখন তাদের ধমক দিয়ে সিগারেট খাওয়া বন্ধ করতে বলেন, কিন্তু তখন যুবদলের কর্মীরা প্রত্যুত্তরে রিজভীকে বলেন, ‘আমাদের অযথা ধমক না দিয়ে রাজপথে আন্দোলনে নামার কর্মসূচি দেন। আপনারাতো শুধু সংবাদ সম্মেলনে বড় বড় কথা বলেন, কাজের বেলায় তো পাওয়া যায়না। ম্যাডাম জেলে থাকাতে আপনাদেরতো সুবিধাই হইসে, নিজের খেয়াল খুশিমতো দল চালাচ্ছেন’। এসময় রিজভী হতবম্ভ হয়ে পড়েন নিজ দলের কর্মীদের এমন আচরণে। পরবর্তীতে মাথা নিচু করে উক্ত স্থান ত্যাগ করেন রিজভী।
এদিকে দলের অন্য সিনিয়র নেতারা যুবদলের কর্মীদের হাতে রিজভীর অপমানিত হওয়ার খবর শুনে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে ক্ষোভ প্রকাশ করেন। এসময় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক দায়ীদের বের করে তাদের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন।

No comments:

Post a Comment