Sunday, June 16, 2019

শিশুদের জন্য ৮০ হাজার ১৯০ কোটি টাকার বাজেট

টানা তৃতীয় বারের মতো ক্ষমতায় আসার পর প্রথম বাজেট উত্থাপিত হয় বৃহস্পতিবার। আর প্রথমবারের মতো বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০১৯-২০ অর্থবছরে ৮০ হাজার ১৯০ কোটি টাকার পৃথক শিশু বাজেট উপস্থাপন করেন তিনি।

এ বাজেটে অন্তর্ভুক্ত মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা হলো ১৫টি। গত অর্থবছরের(২০১৮-১৯) চেয়ে বরাদ্দ বেড়েছে ১৪ হাজার ৫শ’ ৪০ কোটি টাকা। পঞ্চম বারের মতো শিশুদের জন্য পৃথক বাজেট প্রণয়ন করছে সরকার।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, শিশু কেন্দ্রিক বাজেট বৃদ্ধিতে সরকার অগ্রাধিকার দিচ্ছে। বিগত অর্থবছরের তুলনায় ২০১৯-২০ অর্থবছরের বাজেটে শিশু কেন্দ্রিক বাজেট প্রস্তাব উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। সেই সঙ্গে ২০১৯-২০ অর্থবছরে দেশের জাতীয় বাজেটের প্রবৃদ্ধির তুলনায় শিশু কেন্দ্রিক বাজেট প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়েছে।
আ  হ ম মোস্তফা কামাল  বলেন, গত  অর্থবছরের বাজেটের সাথে তুলনা করলে ২০১৯-২০ অর্থবছরে প্রস্তাবিত বাজেট বেড়েছে ১১.৮ শতাংশ। এখন শিশুবান্ধব বাজেটের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০ হাজার ১৯০ কোটি টাকায়। প্রবৃদ্ধির হার  ২২.১৬ শতাংশ।
নির্বাচিত মন্ত্রণালয়গুলোর মোট বাজেটের অনুপাতে শিশু সংবেদনশীল বরাদ্দও আগের অর্থবছরের ৪৩.৫৬ শতাংশ হতে ২০১৯-২০ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ৪৭.৫৯ শতাংশে বেড়েছে বলেও বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী।
ডেইলি বাংলাদেশ/এসএস/এসআই

No comments:

Post a Comment